আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য দ্বিতীয় বার মনোনীত বিয়ানীবাজারের আলী হোসেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৪, ৬:৩৭:৪৬ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক : বিয়ানীবাজার উপজেলার কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক, ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আলী হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য হিসাবে দ্বিতীয় বারের মতো মনোনীত হয়েছেন।
প্রধানমন্ত্রীর অনুমতি ও অনুমোদন এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ‘মো: আলী হোসেন, গ্রাম- সুপাতলা, ডাকঘর- বিয়ানীবাজার, বিয়ানীবাজার পৌরসভা, জেলা-সিলেট। আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সম্মানিত সদস্য মনোনীত করা হয়েছে।’
সাবেক সিলেট মহানগর মুক্তিযোদ্ধা যুব কমান্ডের যুগ্ম আহবায়ক এবং দেশ ও দেশের বাইরে বহু কমিউনিটি কর্মকান্ডের সাথে জড়িত মো: আলী হোসেনের সার্বিক মঙ্গল কামনা করা হয়েছে প্রেসবিজ্ঞপ্তিতে।