বাহরাইনে তা’লিমুল কোরআনের স্বাগতম রমজান শীর্ষক আলোচনা সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৪, ৪:১৭:৩০ অপরাহ্ন
আশফাক আহমেদ বাহরাইন: তা’লিমুল কোরআন বাহরাইনের উদ্যোগে খোশ আমদেদ মাহে রমজান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) দেশটির মোহাররক এলাকায় স্থানীয় সময় বিকেল ৬ টায় আল ইসলাহ সোসাইটির হল রুমে পবিত্র কোরআন তেলাওয়াত ও আল হেরা শিল্পী গোষ্ঠীর ইসলামী সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি প্রকৌশলী জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোহাব্বত হোসেন বাচ্চু। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইনের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মুইজ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জসিম উদ্দিন, সাবের আহমেদ, মোঃ আকবর হোসেন, কয়েছ আহমদ, মিজানুর রহমান, আলাউদ্দিন আহমেদ, জয়নাল আবেদিন, মামুন মজুমদার, খায়রুল বাশার সহ বাহরাইনে অবস্থানরত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন ➡️
বিলে রক্তাক্ত সৌদী প্রবাসীর মরদেহ
অনুষ্ঠানে মাহে রমজান ও যাকাতের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন মাওলানা পেয়ার আহমেদ ও সেলিম উদ্দিন। বছর ঘুরে আবারও এসেছে বরকত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। এ মাস হল আত্নত্যাগ ও আত্নসুদ্ধির মাস। এই মাসে মানবতার মুক্তির সনদ মোহাম্মদ (সঃ)এর উপর পবিত্র কোরআন মাজিদ নাযিল হয়েছে।রোজা সম্পর্কে কোরআনে বলা হয়েছে-“হে ঈমানদারগণ তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে,যেমনি ভাবে ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর”। তাই এই মাসে প্রত্যেক মুসলমানদের রমজানের সব হুকুম আহকাম মেনে রোজা পালন করার আহ্বান জানান অতিথিবৃন্দ ।
পরিশেষে রমজান মাসে প্রত্যেকে রোজার বিধান পালন করার তাওফিক চেয়ে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।