মিশিগান টাইগার ইয়ুথ স্পোর্টস ক্লাবের ইউএস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্রুপ নির্ধারণী ড্র
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৪, ১০:২০:১১ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: মিশিগান টাইগার ইয়ুথ স্পোর্টস ক্লাবের ইউএস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর জার্সি উন্মোচন ও প্রত্যেক ডিভিশনের গ্রুপ নির্ধারণী ড্র অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির আড্ডা রেস্টুরেন্টে টুর্নামেন্টটির জার্সি উন্মোচন ও প্রত্যেক ডিভিশনের গ্রুপ নির্ধারণী ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেন আনসার, ম্যানেজিং কমিটির সদস্য রিয়াদুল রায়হান, রসি মির, সামা ইসলাম, ছিদ্দিকুর রহমান, তানভির হোসেন, মুয়াজ রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রত্যেক ডিভিশনের খেলোয়াড়বৃন্দ, সাংবাদিক সহ কমিউনিটির গণ্যমান্য নেতৃবৃন্দ।
জার্সি উন্মোচন ও ড্রয়ের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দেলোয়ার আনসার ও আয়োজক কমিটির সদস্যবৃন্দ। দেলোয়ার আনসার টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে সকল স্পনসর দের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং মিশিগানের একটি সর্ববৃহৎ টুর্নামেন্ট এর আয়োজন এবং এটি সফলভাবে সম্পন্ন করতে কমিউনিটির সকলের প্রতি সহযোগিতা ও উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান। উল্লেখ্য এই টুর্নামেন্টে জাতীয় ও আন্তর্জাতিক মানের ভিনদেশী ও বাংলাদেশি ১৩৬ জন খেলোয়াড় বিভিন্ন স্টেইট থেকে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি।