বেইলি রোডের আগুনে মৌলভীবাজারের আ.লীগ নেতার মৃত্যু, ৪৫ জন যেভাবে বাঁচলেন লোমহর্ষক অভিজ্ঞতা(ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৪, ৯:৫৮:০৫ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি আতাউর রহমান শামীম
অনুপম নিউজ ডেস্ক: দেশের রাজধানীর বেইলি রোডে ভয়াবহ আগুনের ঘটনায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি আতাউর রহমান শামীম নিহত হয়েছেন। তার ব্যক্তিগত সহকারী সাইফুর রহমান রাজন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজন বলেন, ঘটনার সময় ওই বিল্ডিংয়ের একটি রেস্টুরেন্টে ছিলেন আতাউর রহমান শামীম। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বের হতে না পেরে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান তিনি। তার দাফন হবে কুলাউড়ায়।
নিহত আতাউর রহমান শামীমের গ্রামের বাড়ি কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নে। তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্র বসবাস করেছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক ছিলেন তিনি।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে ভয়াবহ এ আগুন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন।
প্রফেসর ড. কামরুজ্জামান মজুমদার জানালেন লোমহর্ষক অভিজ্ঞতার কথা। জানালেন নীচের ভিডিওতে কীভাবে তারা প্রায় ৪৫ জন বেঁচে গেলেন।
https://youtu.be/Xbw-Ij-NNsk