মিশিগান স্টেট ও মহানগর আওয়ামী লীগের সংবাদ সম্মেলন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ৬:০৮:৫২ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: মিশিগান ষ্টেটের হ্যামট্রামেক সিটির রাঁধুনী রেষ্টুরেন্টে যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটে মিশিগান স্টেট আওয়ামীলীগ ও মিশিগান মহানগর আওয়ামীলীগের সংবাদ সম্মেলন গত রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে প্রথমেই লিখিত বক্তব্য পাঠ করেন মিশিগান স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ মুসা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মিশিগান ষ্টেট আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদ চান, মিশিগান মহানগর আওয়ামীলীগের সভাপতি আব্দুর শাকুর খান মাখন সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিব এছাড়া উক্ত সংগঠন দুটির আরো অনেক নেতা কর্মী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি উপলক্ষে হ্যামট্টামিক সিটি হলের সামনে অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পরে রাত ১টার দিকে হ্যামট্টামিক সিটির কোনান্ট এভিনিউ এ বাংলাদেশি একটি রেস্টুরেন্টের সামনে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে সেই ঘটনার তীব্র নিন্দা জানান। এছাড়া তিনি উল্লেখ করেন মিশিগান স্টেট এবং মিশিগান মহানগর আওয়ামীলীগ সব সময় আওয়ামীলীগের আদর্শ রাজনীতিতে বিশ্বাস করে। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সম্মেলনের মাধ্যমে মিশিগানে দুটি কমিটি গঠিত হয় যেটা মিশিগান ষ্টেট আওয়ামীলীগ এবং মিশিগান মহানগর আওয়ামীলীগ। তিনি আরও উল্লেখ করেন যারা মিশিগানে ব্যক্তিগত স্বার্থের জন্য বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে মিশিগান স্টেট এবং মিশিগান মহানগর আওয়ামীলীগ সেই দায়ভার গ্রহণ করবে না। পরিশেষে তিনি বলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের দিক নির্দেশনায় তারা কাজ করে এবং দলের মধ্যে কেউ যদি সংগঠন বিরোধী কাজ লিপ্ত হয় সেই ক্ষেত্রে তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।