ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে আপন ভূবন ভ্রমণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১:২০:৫৫ অপরাহ্ন
অনুপম প্রতিবেদক: চোখ, কান, নাক, জিব, ত্বক এ পাঁচ জ্ঞান পাওয়ার ইন্দ্রিয় ছাড়াও মানুষের আরেকটি ইন্দ্রিয় আছে। একে ষষ্ঠ ইন্দ্রিয় বলে। জানা পাঁচটি ইন্দ্রিয় দিয়ে যেসব অনুভূতি পাওয়া যায়, তার বাইরে কোনো কিছু টের পাওয়ায় ষষ্ঠ ইন্দ্রিয়। ‘Trusting Your Vibes to Lead an Extraordinary Life’ বইয়ের লেখক সোনিয়া চোকেট সাফ বলে দেন—
ACTIVATING YOUR SIXTH SENSE, YOUR INTUITION, IS BOTH AN INVITATION AND A HOMECOMING — A RETURN TO YOUR DIVINE STATE OF BEING. মানে আপনার ষষ্ঠ ইন্দ্রিয় বা আপনার অন্তর্দৃষ্টি সক্রিয় করা মানে আপনি তাকে আমন্ত্রণ জানাচ্ছেন এবং একই সাথে আপনি আপনার আপন ভূবনে যাচ্ছেন, উভয়ই; মানে আপনার স্বর্গীয় অবস্থার দিকে প্রত্যাবর্তন।
এ ধরনের অনুভূতির ধারণার মধ্যে উল্লেখযোগ্য হলো, ভবিষ্যৎ দেখা/অনুমান করা, অশরীরীদের সঙ্গে যোগাযোগ রাখা, কথা বলা, ঘটনাস্থলে উপস্থিত না থেকেও কোনো ঘটনা ঘটার সময় তা অনুভূত হওয়া ইত্যাদি।
প্রচলিত ধারণা, ষষ্ঠ ইন্দ্রিয়টি সাধারণত বিশেষ বিশেষ কিছু লোকের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। বিশেষ মুহূর্ত ছাড়া ওইসব লোকের ষষ্ঠ ইন্দ্রিয় দেখা যায় না। অতিরিক্ত ইন্দ্রিয়ের অধিকারী ব্যক্তিরা তাঁর ‘তৃৃতীয় চক্ষু’ দ্বারা অদৃশ্য বস্তুকে অতি সহজেই দেখতে পারেন।
অন্যান্য ইন্দ্রিয়ের চেয়ে ষষ্ঠ ইন্দ্রিয়টি অধিক জটিল। সাধারণ পঞ্চ ইন্দ্রিয়ের অধিক ষষ্ঠ ইন্দ্রিয় পাঁচটি ইন্দ্রিয়ের সমন্বয়ে গঠিত। এই ইন্দ্রিয়গুলো হলো—টেলিপ্যাথি, সাইকোমেট্রি, ক্লিয়ার ভয়েস, রিকগনিশন ও প্রিকগনিশন। টেলিপ্যাথি মৌখিক ও লিখিত ছাড়াই লিখতে ও ভাবতে সাহায্য করে। জানান গবেষকরা।
সাইকোমেট্রি মানুষের ইতিহাস ও ব্যক্তিগত তথ্য জানতে সহায়তা করে। ক্লিয়ার ভয়েস অদৃশ্য বিষয় দেখতে সহায়তা করে। রিকগনিশন মানুষের অতীত জানতে সহায়তা করে। অবশিষ্ট প্রিকগনিশন ভবিষ্যতে কী হবে বা করতে হবে, তা জানতে সহায়তা করে।
তাঁদের দাবি, মানুষের মস্তিষ্কের একটি অঞ্চলে ষষ্ঠ ইন্দ্রিয়ের কার্যক্রম চিহ্নিত করতে পেরেছেন তাঁরা।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক মনস্তাত্ত্বিক ইন্না খাজান বলেন, ‘‘আমাদের ইনস্টিঙ্কট বলে দেয় কী করতে হবে, কিন্তু অতি চিন্তা আমাদের সিদ্ধান্ত নেওয়ার সমস্যায় ফেলে। এ সময় ব্যবহার করতে হবে জ্ঞান, অভিজ্ঞতা আর ষষ্ঠ ইন্দ্রিয়’’।
ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত করাতে সুবিধা কি?
১.ষষ্ঠ ইন্দ্রিয় কোনও কিছুর আগাম পূর্বাভাস দেওয়ার ক্ষমতা বাড়ায়।
২.আপনি কয়েক মাইল দূরে বসে একজন ব্যক্তির কথা
৩. একবার ষষ্ঠ ইন্দ্রিয় পুরোপুরি জাগ্রত হয়ে গেলে, ব্যক্তির কাছ থেকে কিছুই লুকানো যায় না এবং একজনের ক্ষমতা বিকাশের সম্ভাবনা অফুরন্ত।
ষষ্ঠ ইন্দ্রিয় সক্রিয় করবেন যেভাবে
ধ্যানের মাধ্যমে আপনার ষষ্ঠ ইন্দ্রিয়ের সঙ্গে কাজ করা যায় সহজে। ধ্যান আপনার মনকে শান্ত করে এবং তখন আপনার ষষ্ঠ ইন্দ্রিয় জেগে ওঠে।
উল্লেখ্য, নেদারল্যান্ডসের ইউট্র্যাক্ট বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক আট জন ব্যক্তিকে নিয়ে গবেষণা চালিয়ে ষষ্ঠ ইন্দ্রিয়ের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন বলে জানিয়েছেন। তাঁদের দাবি, মানুষের মস্তিষ্কের একটি অঞ্চলে ষষ্ঠ ইন্দ্রিয়ের কার্যক্রম চিহ্নিত করতে পেরেছেন তাঁরা।
‘সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে এ গবেষণার তথ্য। নেদারল্যান্ডসের ইউট্র্যাক্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা আটজন ব্যক্তিকে নিয়ে গবেষণা চালিয়েছিলেন। গবেষণার সময় এতে অংশ নেওয়া ব্যক্তিদের ধারাবাহিকভাবে পরিবর্তনশীল বিন্দুর অবস্থান বিশ্লেষণ করতে বলা হয়েছিল। এসময় গবেষকেরা তাঁদের মস্তিষ্কের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এতে প্রত্যেকের মস্তিষ্কের একটি মানচিত্র পান তাঁরা। গবেষকেরা এর নাম দেন ‘টপোগ্রাফিক্যাল ম্যাপ’।
গবেষকেরা দেখেছেন, প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে মস্তিষ্কের একটি নির্দিষ্ট অঞ্চলে সংখ্যার ধারণা বা পূর্বানুমানের বিষয়টি কাজ করেছে। গবেষকেদের দাবি, তাঁরা মস্তিষ্কের যে মানচিত্রটি পেয়েছেন সে অঞ্চলটিই মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় বা অতীন্দ্রিয় উপলব্ধি তৈরি করে।