জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সভাপতির উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ৯:৩২:২৪ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সভাপতি মোহাম্মদ সুলেমানের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে মিশিগান ষ্টেটের হ্যামট্রামেক সিটির রাঁধুনী রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সাধারণ সম্পাদক হাবিব রহমান। তিনি সাংবাদিকদের মাধ্যমে এই হামলার ঘটনার জন্য সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা জাবেদ চৌধুরী, উপদেষ্টা চান মিয়া, বিরানী বাজার সমিতির সভাপতি আজমল হোসেন, জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সহ-সাধারণ সম্পাদক সুহেল আহমদ, আরো উপস্থিত ছিলেন জিল্লুর রহমান, আলী আহমদ ফারিস, রুহোল আহমদ, ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ, বাবুল আহমদ, কামাল হোসেন, শহিদুর রহমান, আব্বাস উদ্দীন,পাভেল হোসেন, সামু মিয়া সহ আরও অনেকে।
উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি উপলক্ষে হ্যামট্টামিক সিটি হলের সামনে অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পরে রাত ১টার দিকে হ্যামট্টামিক সিটির কণান্টের বাংলাদেশি একটি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
ভিডিও ফুটেজ দেখা যায় ঘটনাস্থল থেকে আহত অবস্থায় জালালাবাদ সোসাইটি অব মিশিগান এর সভাপতি মোহাম্মদ সুলেমান ও মিশিগান স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবুল হোসেইন এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সাবুল হোসেন মোহাম্মদ সুলেমানকে তার হাতে থাকা লাঠি দিয়ে মাথায় আঘাত করে এবং মাথা ফেটে রক্ত পড়তে থাকে। পুলিশ এসে আহত সুলেমানকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় এবং অন্যজনকে জেল হাজতে প্রেরণ করে। পরে অবশ্য তিনি ছাড়া পেয়ে যান। এই ঘটনার প্রতিবাদে জালালাবাদ সোসাইটি অব মিশিগান এই সংবাদ সম্মেলন আয়োজন করে।