ঢাকা বিভাগীয় পরিষদ বাহরাইনের নতুন কমিটি গঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৯:৩৭ অপরাহ্ন
বাহরাইন থেকে সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী: চলবো মোরা একসাথে, করবো জয় মানবতাকে। মানবিক এই স্লোগানটিকে সামনে রেখে সামাজিক সংগঠন, ঢাকা বিভাগীয় পরিষদ বাহরাইনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উদ্যোক্তা আসিফ আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দা এফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোঃ মাহফুজুর রহমান।
১৫ ফেব্রুয়ারী সংগঠনের সমন্বয়ক সৈয়দ মামুনের সঞ্চালনায় জুফায়ের এলাকায় হোটেল আল মনজিলে, স্থানীয় সময় রাত ৯ টায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
স্বাগত বক্তব্যের মাধ্যমে সংগঠনের মিশন ভিশন নিয়ে বিশদ আলোচনা করেন নজরুল ইসলাম নাহিদ।
বাহরাইনের ইতিহাসে এই প্রথম এপার বাংলা ও ওপার বাংলার শিল্পীদের যৌথ পরিবেশনায় নাচ, গান, নাটিকা ও অভিনয়ের এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আগত অতিথিবৃন্দ।
পরবর্তীতে সংগঠনের প্রধান উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আসিফ আহমেদ নবগঠিত কমিটি ঘোষণা করেন।
নজরুল ইসলাম নাহিদ-সভাপতি, শেখ নাহিদ-সিনিয়র সহ-সভাপতি, মুরাদ হোসেন-সহ-সভাপতি, রুবেল মাহমুদ-সাধারণ সম্পাদক ,আল আমিন-সিনিয়র যুগ্ম সম্পাদক, দুলাল তালুকদার-যুগ্ম সম্পাদক ও মোঃ সোহেল-সাংগঠনিক সম্পাদক, আব্দুল জলিল-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, কাজী রিয়াজ-অর্থ সম্পাদক, মোঃ মোশারফ-সহ অর্থ সম্পাদক, মোহাম্মদ ইউনুস-প্রচার সম্পাদক ও রুমেল-সহপ্রচার সম্পাদক, শেখ মনির-আপ্যায়ন সম্পাদক এবং নুর ইসলাম-কার্য নির্বাহী সদস্য করে ৭১ সদস্যের কমিটিকে পরিচয় করিয়ে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজহারুল হক নয়ন, ডাঃ জাহাঙ্গীর আলম, এম এ হাশেম, বদরুল আলম, নওফেল আদাতিল, শাফীল, মোঃ শাহআলম, মোঃ মিজানুর রহমান, সিরাজুল ইসলাম চুন্নু, গোলাম কিবরিয়া, আব্দুর রউফ, বদরুল আলম, জয়নুল আবেদীন, মোঃ আব্দুল গনি, মোঃ কবির হোসেন, নূর কামাল, আলাউদ্দিন গাজী, মোঃ আলিম, মোঃ ডাক্তার, প্রকৌশলী, ব্যবসায়ীসহ বাহরাইনে বাংলাদেশ কমিউনিটির প্রায় ৩ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তেব্যে ঢাকা বিভাগীয় পরিষদের নবগঠিত কমিটির সবাইকে অভিনন্দন জানান। সেই সাথে বিগত দিনগুলোর কার্যকলাপের ভূয়সী প্রশংসা করেন। অতীতের ন্যায় সামনের দিনগুলোতে মানবকল্যাণের সমস্ত কাজে দূতাবাস পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।
আপ্যায়ন ও সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।