তিমি গান গায় যেকারণে জানালেন বিজ্ঞানীরা(ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২১:৫৮ অপরাহ্ন
অনুপম বিজ্ঞান ডেস্ক: বড় ধরনের তিমির শিকার ও তাদের জটিল গান নিয়ে কাজ করেছেন একদল বিজ্ঞানী। হ্যাম্পব্যাকস ও অন্য ব্যালিন তিমির একটি বিশেষ ধরনের ভয়েস বাক্স থাকে বলে দাবি করেছেন তারা। বিজ্ঞানীদের মতে, এই বাক্স দিয়েই তারা পানির নীচে গান গাইতে পারে।
নেচার সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণায় জানা গেছে, মানুষের তৈরি করা শব্দ এই সমুদ্র জায়ান্টদের নানারকমভাবে বিরক্ত করে।
জাহাজের তৈরি করা শব্দ তিমিদের গানের তরঙ্গকেও বাধাগ্রস্ত করে।
গবেষণায় নেতৃত্ব দেয়া সাউদার্ন ডেনমার্ক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কোয়েন ইলেম্যানস বলেছেন, ‘তাদের টিকে থাকার জন্য শব্দ খুবই গুরুত্বপূর্ণ। এই গানের মাধ্যমেই তারা সাগরে একে অপরকে খুঁজে বের করে।’
তিনি বিবিসিকে বলেছেন, ‘এই তিমিগুলো পৃথিবীতে বসবাস করা অন্যতম রহস্যময় প্রাণী। তারা বিশ্বের বড় বড় প্রাণীর মধ্যে স্মার্ট ও খুব বেশি সামাজিক।’
ব্যালিন তিমি হচ্ছে ১৪টি তিমি প্রজাতির একটি গুচ্ছ। যার মধ্যে আছে নীল, হ্যাম্পব্যাক, রাইট, মিনক ও ধূসর তিমি। তবে এখনো তিমিরা কেমন করে এই শিকারের গান গায় তা রহস্য হিসেবে থেকে গেছে বলেই জানিয়েছেন ইলেম্যানস। সূত্র: বিবিসি