কুয়েতে প্রবাসীদের জমকালো পিঠা উৎসব
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৪, ১১:২৩:২৭ অপরাহ্ন
সাদেক রিপন, কুয়েত: পৌষ মাস মানেই শীত। আর এই শীতকাল এলেই জমে ওঠে বাঙ্গালীদের পিঠাপুলির আয়োজন। কুয়েতে পুরো শীতকাল জুড়েই প্রবাসীদের মধ্যে থাকে পিঠা-পুলির আয়োজন। এই আয়োজন কখনো কয়েটি পরিবার মিলে করেন কখনো সাংগঠনিকভাবে করে থাকেন। প্রবাসীদের সন্তানদের বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানাতে এই আয়োজন করা হয়।
এদিকে শুক্রবার (১২ জানুয়ারি) কুয়েতের সালমিয়া পার্কে এমন এক পিঠা উৎসবের আয়োজন করা হয়। সেখানে একত্রিত হতে দেখা গেছে বেশ কয়েকটি প্রবাসী পরিবারকে।
গৃহিণীদের তৈরি চিতই পিঠা, নকশী পিঠা, দুধ পিঠা, ভাপা পিঠাসহ অনেক ধরনের পিঠার আয়োজন করা হয় সেখানে। কোমলমতি শিশুরাও উপভোগ করে এই আয়োজন।
আয়োজকরা জানিয়েছেন, নিজস্ব ঐতিহ্য আর সংস্কৃতি চর্চায় কোনোভাবেই পিছিয়ে থাকতে চান না কুয়েত প্রবাসীরা। তাই তারা তাদের সন্তানদের বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানাতে চেষ্টা করেন।