হবিগঞ্জ-৪: বিশাল ব্যাবধানে এগিয়ে ব্যারিস্টার সুমন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪, ৬:১১:৪০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে ১৪টি কেন্দ্রের পাওয়া ফলাফলে বিশাল ব্যাবধানে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন (ঈগল প্রতীক)।
স্থানীয়ভাবে পাওয়া ফলাফল অনুযায়ী ১৪ কেন্দ্রে সুমন পেয়েছেন ১৩ হাজার ৬৩১ ভোট ও আওয়ামী লীগের প্রার্থী টানা দুবারের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী পেয়েছেন ৪ হাজার ৫২২ ভোট।