কোনো আসনের প্রার্থী প্রত্যাহার করবে না জাপা : চুন্নু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৩, ৭:৪৭:১৭ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, একটি সিটের প্রার্থীও তারা প্রত্যাহার করবে না। ভোটে কারও সঙ্গে জোট-মহাজোটের সুযোগ নেই।
শনিবার দুপুরে রাজধানীর বনানীতে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতাসহ কৌশলগত নানা ইস্যুত আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন চুন্নু। তিনি বলেন, তবে এসব বিষয়ে এখনই প্রকাশ করা যাবে না।
জাপা মহাসচিব বলেন, চরম বিরোধী দল হলেও অনেক সময় আসনের জন্য ছাড় দেয়া হয়। সম্মানের জায়গা থেকে। তেমনিভাবে ছাড় চাওয়া হচ্ছে। আসন থেকে প্রার্থী প্রত্যাহারের সব কৌশল তো সামনে আনা যায় না। তবে আরও তথ্য খোলাসা করা হবে।