বাহরাইনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৩, ৫:৪২:৩৩ অপরাহ্ন
আশফাক আহমেদ বাহরাইন: বাহরাইনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।১৪ ডিসেম্বর দেশটির রাজধানী মানামায় দূতাবাস প্রসঙ্গে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।
বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ. কে. এম. মহিউদ্দিন কায়েস তাঁর বক্তব্যের শুরুতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।তিনি বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের ঠিক আগমুহূর্তে দেশের বুদ্ধিজীবীদের তথা জাতির শ্রেষ্ঠ সন্তানদের ১৪ ডিসেম্বর দোসররা পরিকল্পিতভাবে হত্যা করে। এ দিনটি দেশের স্বাধীনতা ও মুক্তি-সংগ্রামের ইতিহাসে এক বেদনার দিন।শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ বাঙালি জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান,প্রথম সচিব ইলিয়াছুর রহমান,তৃতীয় সচিব তাছির উদ্দিন সহ বাংলাদেশ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরিশেষে শহীদ বুদ্ধিজীবী ও স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।