মিসর বাংলাদেশ দূতাবাসে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৩, ১২:২৩:০৬ অপরাহ্ন
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মিসরের বাংলাদেশ দূতাবাসে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দূতাবাসের বঙ্গবন্ধু কর্নার কনফারেন্স রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করে শোনানো হয়।
পরে আলোচনা সভায় রাষ্ট্রদূত সামিনা নাজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি উল্লেখ করেন, এই দিনে দেশের খ্যাতনামা বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ড ছিল জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
তিনি আরও বলেন, দিবসটি পালনের মধ্য দিয়ে আমরা তাদের গভীরভাবে স্মরণ করছি এবং আমাদের জাতীয় জীবনে তাদের অবদান, ত্যাগ স্মরণ এবং স্বাধীনতার জন্য আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে পারছি। একটি অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সুখী-সমৃদ্ধ, বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়তে প্রধানমন্ত্রীর সব প্রচেষ্টায় তার হাতকে শক্তিশালী করতে তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের শহীদ সদস্যরা, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীরা এবং অন্য শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।