মানুষের মস্তিষ্কের কোষ দিয়ে তৈরি কম্পিউটার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৩, ১০:৩৩:৩৩ অপরাহ্ন
অনুপম বিজ্ঞান ডেস্ক: মানুষের মস্তিষ্কের কোষের সঙ্গে ইলেকট্রনিক হার্ডওয়্যার ব্যবহার করে এক ধরনের কম্পিউটার তৈরি করেছেন বিজ্ঞানীরা। যা ভাষা শনাক্তকরণ এবং বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের মতো কাজ করতে পারে। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটনের গবেষক ফং কুয়ো ও অন্য গবেষকরা আবিষ্কার করেছেন এই কম্পিউটার। এর নাম দেওয়া হয়েছে ‘ব্রেইনোওয়্যার’।
বিজ্ঞানীরা বলছেন, নতুন এই আবিষ্কার নিউরোমরফিক কম্পিউটিংয়ের অগ্রগতির ক্ষেত্রে অনেক বেশি অবদান রাখবে। এই কম্পিউটার মানুষের মস্তিষ্কে নিউরন যেভাবে কাজ করে, ঠিক সেভাবেই কাজ করার চেষ্টা করে।
কীভাবে কাজ করে এই ‘ব্রেনোঅয়্যার’? কুয়ো জানান, একটি নির্দিষ্ট অর্গানয়েডকে অজস্র বিদ্যুদ্বাহকের সহায়তার কম্পিউটারের সার্কিটের সাথে যুক্ত করা হয়। তার পরে, সেগুলোর মাধ্যমে পাঠানো হয় মৃদু বিদ্যুৎ তরঙ্গ। অর্গানয়েডের প্রতিক্রিয়া একটি সেনসরের সাহায্যে গ্রহণ করা হয়। মেশিন লার্নিং অ্যালগরিদমের সাহায্যে বিশ্লেষণ করা হয় প্রতিক্রিয়ার অর্থ।
গবেষণায় ‘ব্রেনোঅয়্যার’কে আটজনের কথোপকথনের ২৪০টি রেকর্ডিং শোনানো হয়েছিল। বক্তা চিহ্নিত করতে যন্ত্রটি পরীক্ষায় ৭৮ শতাংশ সফল। কুয়ো জানিয়েছেন, ‘ব্রেনোঅয়্যার’ আবহাওয়া-সংক্রান্ত আগাম তথ্য এবং আরো জটিল কাজ করতে পারে কি না, এ নিয়ে আরো গবেষণা চালাবেন তারা।