রুশ সুখোই-৩৫ যুদ্ধবিমান ইরানের বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৩, ১১:৫৯:২৯ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে ইরানকে নতুন যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। ভ্লাদিমির পুতিনের সরকারের সঙ্গে ইতোমধ্যেই এ বিষয়ে তেহরানের একটি চুক্তি সই হয়েছে বলে জানিয়েছে মস্কো।
মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের বিমানবাহিনীকে সুখোই-৩৫ যুদ্ধবিমানের আধুনিক সংস্করণ সুখোই-৩৫এস দেবে রাশিয়া। সেই সঙ্গে এমআই-২৮ যুদ্ধ হেলিকপ্টার এবং ইয়াক-১৩০ প্রশিক্ষণ জেট।
ইরানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মেহদি ফারাহি বলেন, ‘রাশিয়া থেকে সুখোই-৩৫এস যুদ্ধবিমান, এমআই-২৮ যুদ্ধ হেলিকপ্টার এবং ইয়াক-১৩০ প্রশিক্ষণ জেট কেনার বিষয়ে চুক্তি হয়েছে। তবে কবে ইরানের বিমান বাহিনী নতুন রুশ বিমান এবং হেলিকপ্টার হাতে পাবে, সে বিষয়ে কিছু বলেননি তিনি।
প্রসঙ্গত, ২০১৮ সালে ইরান নিজস্ব প্রযুক্তিতে কাউসার নামে যুদ্ধবিমান তৈরি করেছিল। কিন্তু এখন পর্যন্ত মাত্র চারটি যুদ্ধবিমান ইরান বিমান বাহিনীতে ঠাঁই পেয়েছে। সূত্র : রয়টার্স।