গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের নব-নির্বাচিত কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৩, ৯:২৫:৩৮ অপরাহ্ন
ব্রিটেনে সংগঠনের নামে আরেকটি ক্রয় করার সিদ্ধান্ত
গোলাপগন্জ উপজেলার প্রবাসীদের সর্ববৃহৎ সেবামূলক সংগঠন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে এর নব-নির্বাচিত কার্যকরী কমিটির এক সভা, গত ২৬ নভেম্বর রোজ রবিবার লন্ডনের একটি আভিজাত রেস্টুরেন্টে অনু্ষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জনাব এমদাদ হোসেন টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব মাসুক আহমদের পরিচালনায় অনু্ষ্ঠিত সভায় প্রথমেই কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন নির্বাহী সদস্য এতোয়ার হোসেন মুজিব ।
শুভেচ্ছা বক্তব্যৈ সংগঠনের নবনির্বাচিত সভাপতি ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব এমদাদ হোসেন টিপু সংগঠন পরিচালনায় সাধারণ সদস্য সহ সকল শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ও পরামর্শের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে ব্যক্ত করেন । এই কমিটিকে নির্বাচিত করার জন্য তিনি সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নব-নির্বাচিত সাধারন সম্পাদক জনাব মাসুক আহমদ বলেন আমরা আজকের সভায় আগামী দুই বছরের কর্মপরিকল্পনা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আশা করি সকলের সহযোগিতায় আমরা এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সক্ষম হব ইনশাআল্লাহ । কোষাধক্ষ জনাব মিকাইল আহমেদ চৌধুরী বলেন আজকের সবাই আমরা আগামী দুই বছরের জন্য একটি সম্ভাব্য বাজেট পাস করেছি এবং আশা করি কার্যকরী কমিটির সহ সকলের সহযোগিতার মাধ্যমে আমরা গোলাপগঞ্জের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারবো । নবনির্বাচিত সহ সভাপতি জনাব ইকবাল হোসেন বলেন অতীতে যেভাবে আমরা লভ্যাংশ থেকে অসহায় গরিব মানুষদের জন্য গৃহ নির্মাণ করে দিয়েছি ঠিক একই ভাবে বার্মিংহামে ক্রয়-কৃত ঘরের ইনকাম থেকে অসহায় মানুষদের জন্য গৃহ নির্মাণ কর্মসূচি অব্যাহত থাকবে । সবাই আগামী দুই বছরের কর্মপরিকল্পনা, সম্ভাব্য বাজেট, জিডিপি আর সাপোর্টিং মেম্বারশিপ নতুন ফর্ম অনুমোদন দেয়া হয়। এছাড়া হ্যান্ডিং ওভার ও রেজিস্ট্রেশনের জন্য দুটি সাব কমিটি গঠন করা হয় ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আফসার ইসলাম, মাহবুব হোসেন চৌধুরী, দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সামুন, সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী হোসেন, ক্রীড়া সম্পাদক মুহিবুল হক, শিক্ষা সম্পাদক সৈয়দ নাদের আহমেদ, নির্বাহী সদস্য সাব্বির আহমেদ শাহেদ, মুজিবুর রহমান, হোসেন আলী তাজ, জিএম অপু শাহরিয়ার, জাহাঙ্গীর হোসেন, আমির হোসেন, সোহেল আহমদ ।