বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের অভিষেক সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৩, ৫:১৮:০৬ অপরাহ্ন
সোহেল আহমদ চৌধুরী, বার্মিংহাম থেকে: দীর্ঘ ১১ বছরের ধরে পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন কমিউনিটিকে বিভিন্নভাবে সেবা দিয়ে আসছে বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস।
২০ নভেম্বর সন্ধা ৬.০০মিনিট স্মলহীতের বিয়া লাউঞ্জের হলে অতিথিদের উপচেপড়া ভীড় ছিল। নব গঠিত বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম মিডল্যান্ডের কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বৃটেনের বিভিন্ন শহর থেকে ভালবাসা আর পেশাগত সম্পর্কের কারণে আগত বিভিন্ন পেশার মানুষ ও সাংবাদিক সহকর্মি এবং কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। চারিদিকে লাল সবুজের ছোঁয়া অতিথিদের চেহারায় ছিল তৃপ্তি আর আনন্দের ঝলক।
বিপিসির নব গঠিত কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ মারুফের সভাপতিত্বে ,শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দারুলউলুম কভেন্ট্রি রোড মাদ্রাসার ছাত্র হাফিজ কারি সায়েম আহমদ ।
বিপিসির সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সুহেল ও যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফুল ওয়াহিদ দুলালের যৌথ সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানের বক্তব্য পর্বের শুরুতে শিল্পী ফজলুল বারি জাতীয় সংগীত পরিবেশন করেন আর তাঁর সাথে সাথে গাইতে থাকেন উপস্থিত সকল অতিথিবৃন্দ ।
আরো পড়ুন যুক্তরাজ্য জলবায়ু সংকট পর্যবেক্ষণে নতুন স্যাটেলাইট বানাচ্ছে
বিপিসির নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ মারুফের স্বাগত বক্তব্যের মাধ্যমে তিনি বিপিসির বিগত ১১ বছরের বিভিন্ন কার্যক্রম ও পেশাদার দক্ষ শিক্ষিত সংবাদ কর্মিদের সমন্বয়ে বৃটেনের বাঙালিদের মুলধারার প্রতিষ্ঠিত টিবি ও সংবাদপত্রের কর্মিদের দ্বারা গঠিত বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম মিডল্যান্ডেসের বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন। তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব বস্তুনিষ্ঠ সংবাদ আদান প্রদান , সাংবাদিকদের দ্বারা সমাজে কোন ধরনের বিভাজন বা হলুদ সাংবাদিকতা থেকে বিপিসিকে অত্যন্ত দক্ষতার সাথে মুক্ত রেখেছেন। তাঁর সঠিক নেতৃত্বের গুণে সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বার্মিংহামের বাঙালি কমিউনিটির স্বার্থে নিরবে কাজ করে যাচ্ছেন। নব গঠিত কার্যকরী কমিটির সকল সদস্যকে পরিচয় করিয়ে দিতে একে একে সবাইকে মঞ্চে আহ্বান করেন।মঞ্চে উপবিস্ট অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের সহকারি হাইকমিশনার মোহাম্মদ আলীমুজ্জামান, বার্মিংহামের প্রবীণ মুরব্বি আলহাজ্ব নাছির উদ্দিন , আজির উদ্দিন আহমদ , লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জনমত পত্রিকা সম্পাদক সৈয়দ নাহাস পাশা,পর্যায়ক্রমে প্রত্যেক সদস্যকে গলায় বিপিসির ব্যাজ পরিয়ে স্বাগত জানান।
বিপিসির কার্যকরী পরিষদের (২০২৩-২০২৫) সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি সৈয়দ নাসির আহমদ, কায়সারুল ইসলাম সুমন, ফারছু চৌধুরী, অর্গেনাইজিং সেক্রেটারী আতিকুর রহমান ও সদস্য আহমেদ মুসলেহ। লন্ডন ও অন্যান্য শহর থেকে আগত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাব এর নির্বাহি সদস্য আহাদ চৌধুরী বাবু, বাংলা টিভির ব্যুরো চীফ আব্দুল কাদির চৌধুরী মুরাদ, লিভারপুল বাংলা প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী সাদী, এলবি২৪ এর এনাম চৌধুরী, নতুন দিন পত্রিকার পলি রহমান, লিবারপুল থেকে সাংবাদিক মো. আব্দুল আজাদ। দেশ-বিদেশ সম্পাদক বদরুল আলম।
আরো পড়ুন যুক্তরাজ্য জলবায়ু সংকট পর্যবেক্ষণে নতুন স্যাটেলাইট বানাচ্ছে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন, সাপ্তাহিক জনমত এর সম্পাদক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, বার্মিংহামের প্রবীন মুরব্বী আলহাজ্ব নাসির আহমেদ, আজির উদ্দিন ও গোলাম মাহমুদ মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মো. আলীমুজ্জামান এই ক্লাবের সাংবাদিকদের মাধ্যমে বার্মিংহামের বাংলাদেশী কমিউনিটি আরো এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিপুল লোকসমাগমের কথা উল্লেখ করে তিনি আরো বলেন এই সংগঠনের সাংবাদিকরা ভাল কাজ করেছেন বলেই আজকের এই উপস্থিতি। তিনি সাংবাদিকদের ভবিষ্যেতের ইঙ্গিত বর্তমানে দেয়ার বৈশিষ্ট্যের কথা বলেন। তিনি কমিউনিটির ভাল দিক এবং বিভিন্ন সমস্যার কথা গভীর পর্যালোচনার মাধ্যমে সামনে নিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও জনাব মো. আলীমুজ্জামানা সামনের দিকে এগিয়ে যাওয়া বাংলাদেশের ইঙ্গিত এবং পরিবর্তিত বাংলাদেশের কথা সাহসের সাথে তুলে ধরার আহ্বান জানান। আয়োজনস্থলে লাল-সবুজের ছোঁয়ার কথা উল্লেখ করে হাইকমিশনার আরো বলেন, বাংলা প্রেসক্লাব বার্মিংহামের সাংবাদিকরা নিরপেক্ষ নন; আজকের অনুষ্ঠান প্রমান করেছে তাদের অবস্থান বাংলাদেশের পক্ষে।
সহকারি হাইকমিশনার মোহাম্মদ আলীমুজ্জামান তাঁর বক্তব্যের মাঝে সাবলীলভাবে তাঁর মিশন ও সরকার কীভাবে বিদেশের মাটিতে আমাদের বাঙ্গালী কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছে তার ব্যাখ্যা দেন। বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস সব সময় যে কোন বিপদে তাঁদের পাশে থেকে নিয়মতান্ত্রিক ভাবে সহযোগিতা করে যাচ্ছে, কমিউনিটির মানুষের কল্যাণমুলক যে কোন কাজে সব সময় ন্যায়ের পাশে থেকে। কাউন্সিলর ও দূতাবাস প্রধান স্বার্ণালী চন্দ , নাজমুস সাকিবও এই অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
কাউন্সিলরদের মধ্যে বক্তব্য রাখেন, জিয়াউল ইসলাম, মায়া আলী, সাবিনা মালিক বানু, জালাল উদ্দিন, ঝুমা বেগম, জুলিয়েট বার্কার স্মিথ।
কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে যাঁরা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, ড. আব্দুল খালিক, আব্দুল লতিফ জেপি, ফয়জুর রহমান চৌধুরী এমবিই, কামরুল হাসান চুনু, কমরেড মসুদ আহমদ, তাফাজ্জাল হোসেন চৌধুরী, এম এ রশিদ ভূইয়া, ফয়েজ উদ্দিন এমবিই, বশির মিয়া কাদির, আব্দুল মালিক পারভেজ, কয়সর আহমদ, সৈয়দ কফিল আহমদ, সৈয়দ আখতার হোসেন কিবরিয়া, রাজু পারভেজ, জয়নাল আহমদ, বদরুল চৌধুরী, মাসুদ চৌধুরী, রহমত আলী, কবির উদ্দিন, শমসেদ বক্ত চৌধুরী, এডঃ নজরুল হক, সাইফুর বাসিক, মোহাম্মদ হোসেন সোহেল, আলহাজ্ব ফয়সল আহমদ, ইফতেকার আহমদ, রাজিব জিবতিক, মুরাদ খাঁন প্রমুখ।
আরো পড়ুন লন্ডনে তাকওয়া ব্যাডমিন্টন ক্লাব আয়োজিত ম্যাসিভ U.B.A সুপার সিরিজ সম্পন্ন
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে যাঁরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, তারা হলেন— কবির উদ্দিন, মাহবুব আলম চৌধুরী মাখন, সৈয়দ জমশেদ আলী, মাওলানা কাদির আল হাসান, জুনেদুর রহমান, সয়ফুল আলম, এনামুল হক খান নেপা, এনামুল হাসান সাবির, হাসিব উদ্দিন মতিন, নুরুল ইসলাম কিসলু , মাজেদুল হক চৌধুরী মিন্টু প্রমুখ।
অতিথি সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, নাহাশ পাশা সাবেক সভাপতি লন্ডন বাংলা প্রেস ক্লাব জনমত সম্পাদক, সাবরিনা হেসেন সিইও এনটিভি, শাহ ইউসুফ সিইও lb24, আবু সাঈদ চৌধুরী সাদী সাধার সম্পাদক লিভারপুল বাংলা প্রেস ক্লাব, আহাদ চৌধুরী বাবু ফাস্ট এক্সিকিউটিভ মেম্বার লন্ডন বাংলা প্রেস ক্লাব, আব্দুল কাদির চৌধুরী মুরাদ ব্যুরো চীফ বাংলা টিভি, এনাম চৌধুরী Lb24, পলি রহমান সাবেক সদস্য
লন্ডন বাংলা প্রেস ক্লাব, মো: আব্দুল আজাদ সাংবাদিক লিভারপুল , দেশ-বিদেশ পত্রিকার যুক্তরাজ্য ক্রীড়া প্রতিনিধি মোঃ আহসান হোসেন রবিন, লেস্টার প্রতিনিধি মোঃ আজমল হোসেন, দেশ-বিদেশ পত্রিকার তরুণ প্রতিভাবান ফটো সংবাদিক মোঃ রিহান আহমদ সহ প্রমুখ।
অভিষেক অনুষ্ঠানে বক্তারা বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম মিডল্যান্ডেসের নানামুখী জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করে মিডিয়া জগতের সাথে সাথে বিভিন্ন সেবামূলক কাজ ও বিপিসি আমাদের সমাজের নানা অসংগতি গুলো সঠিক সময় কমিউনিটির সামনে তুলে ধরার এবং সঠিক সংবাদ প্রকাশের ক্ষেত্রে সব সময় সচেষ্ট থাকবেন বলে আশা ব্যক্ত করেন।
বক্তব্য পর্বের শেষের দিকে উপস্থিত অতিথিদেরকে আপ্যায়ন করা হয় গরম গরম খাবার ও শেষে চা কফি ডিজার্ট দিয়ে। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সুদুর লন্ডন থেকে আগত শিল্পীদের মন মাতানো গান, গণ সংগীত আর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের হৃদয় কাঁপানো বিখ্যাত মুক্তির গান কারার ঐ লৌহ কপাট সহ অনেক গান যা প্রতিটি অতিথিদের হৃদয় ছুঁয়ে গেছে।