বিশ্বনাথ ডেভেলপমেন্ট সোশ্যাল ট্রাস্ট ইউকে বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৩, ১০:৫০:১৫ অপরাহ্ন
লন্ডন অফিস: বিশ্বনাথ ডেভেলপমেন্ট সোশ্যাল ট্রাস্ট ইউকে বার্ষিক সাধারণ সভা ১৩ নভেম্বর সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সভাপতি মাহফুজুর রহমানের রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টি আজিজুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মাহফুজুর রাহমান রিপন। বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া। বার্ষিক আর্থিক রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ শাহ সিরাজুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন ট্রাস্টের সহ-সভাপতি আব্দুর রব মাসুম, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাহাদুর রহমান মোনায়েম, ধর্ম বিষয়ক সম্পাদক আশিক আলী, কার্যকরী কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, আনোয়ার খান, সাইদুল ইসলাম, আল আমান সুমন, আফিকুল ইসলাম, গৌছ আলী এবং ট্রাস্টি শুকুর আলী, আজিজুর রহমান প্রমুখ।
বিবিধ আলোচনায় আগামীতে চক্ষু শিবির, বৃক্ষরোপন, রমজান মাসে খাবার সামগ্রী, ঈদ পুনর্মিলনী করার প্রস্তাব আসে, যা আগামী কার্যকরী কমিটিতে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ট্রাস্ট্রি আহমেদ আল-জাকি, রুবা তানজিদা, আব্দুল্লাহ আল নোমান, শাহেদ আহমদ, এনামুল হক, সেলিম আহমদ, মোহিত মিয়া, এমদাদুল হক সিকদার সভায় উপস্থিত হতে পারেন নাই বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
সবশেষে সভাপতি সমাপনী বক্তব্যের মাধ্যমে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ডিনারের আমন্ত্রণ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন|