মিশিগানে নব-নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৩, ১:০৯:৫৯ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির ইতিহাস গড়ে মেয়র নির্বাচিত হয়েছেন লরি স্টোন। রোববার মিশিগান ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র লরি ষ্টোন, কাউন্সিলর এ্যাট লার্জ অ্যাঞ্জেলা রোজেনসুস, ডেভ ডোয়ার, কাউন্সিলম্যান জোনাথন লাফার্টি সংবর্ধিত হোন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এপিআই ভোট মিশিগানের পরিচালক রেবেকা ইসলাম ও বামের সেক্রেটারি সুমন কবীর। অনুষ্ঠানে নবনির্বাচিত অতিথিরা বক্তব্য রাখেন এবং নির্বাচিত মেয়র বলেন নির্বাচনে বাংলাদেশিদের সহযোগিতা, ভোট এবং সমর্থন সবই পেয়েছি এই জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ এবং ভবিষ্যতে সকল কমিউনিটির মানুষদের নিয়ে কাজ করে ওয়ারেন সিটিকে এগিয়ে নিয়ে যেতে চাই। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। গত ৭ই নভেম্বর ওয়ারেন সিটি নির্বাচনে লরি ষ্টোন ১১,৮৭৬ ভোট পেয়ে নগর মাতা হিসেবে নির্বাচিত হোন।