মহাকাশে কাঠের স্যাটেলাইট পাঠাচ্ছে যে দেশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৩, ২:০৯:৩৮ অপরাহ্ন
অনুপম বিজ্ঞান ডেস্ক: মহাশূন্যে কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট পাঠাতে চলেছে জাপান। ইতোমধ্যে টোকিওর এক গবেষক সেই স্যাটেলাইট তৈরি করে ফেলেছেন।
ধারণা করা হচ্ছে, ২০২৪ সাল নাগাদ এ স্যাটেলাইট মহাকাশে পাঠাতে পারে জাপান। মঙ্গলবার এক প্রতিবেদনে বিষয়টি জানায় সিএনএন।
স্যাটেলাইটটি তৈরি করেছেন জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষক কোজি মুরাতা। যেটির নাম লিংগোস্যাট। তবে এর উৎক্ষেপণের দিনক্ষণ এখনো ঘোষণা করেনি টোকিও।
কৃত্রিম উপগ্রহের কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের ক্ষতি হচ্ছে। মুরাতার দাবি, লিংগোস্যাটে এই সমস্যা থাকবে না। তবে ধাতব স্যাটেলাইটের মতোই কাজ করবে সেটি।