বিরোধীরা সরকারের কৌশলই বোঝে না : সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৩, ৭:৩৭:১৫ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মসূচির কথা উল্লেখ করে এম এ মান্নান এমপি বলেছেন, বিরোধীরা শেখ হাসিনা যে কৌশলে রাজনীতি করেন তা বুঝেই না, তাদের পায়ের তলে মাটি নাই, বিএনপির নেতারা দিকভ্রান্ত ও দিশেহারা।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নের পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি ।
পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের কাজে আমি তাদের মানি না। তারা দেশ চালাতে পারবে না। এই দেশে স্বাধীনতা আনছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুকে এই দেশের মানুষ চিনে শেখ হাসিনাকে মানুষ চিনে। কারা কি করেছে দেশের মানুষ জানে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সুনামগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালনসহ অনেকে।