মিশিগানে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৩, ৬:২৮:০৯ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র: শনিবার দুপুরে যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের হ্যামট্রামেক সিটিতে ইসরাইল বিরোধী বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের জোসেফ ক্যাম্পাউ এভিনিউয়ের ভেটেরান্স মেমোরিয়াল পার্ক থেকে রেলিটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে হ্যামট্রামেক সিটি হলের সামনে রেলিটি শেষ হয়।
এপিআই ভোট মিশিগানের পরিচালক রেবেকা ইসলাম এবং কাউন্সিলর খলিল রেফাই এর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন হ্যামট্রামেক সিটির মেয়র আমের গালিব। রেলিতে উপস্থিত ছিলেন কাউন্সিলর কামরুল হাসান, কাউন্সিলর নাইম চৌধুরী, কাউন্সিলর আবু মুসা, কাউন্সিলর মুহিত মাহমুদ সহ অন্যান্য অফিসিয়াল ডেলিগেটরা।
এছাড়াও রেলিতে উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষার্থী, রাজনৈতিক নেতারা সহ আমেরিকান, বাংলাদেশি, ইয়েমেনি, পাকিস্তানি, ফিলিস্তিনি সহ কমিউনিটির বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেনির হাজার হাজার মানুষ জড়ো হয়ে অবিলম্বে ইসরাইল ফিলিস্তিনি যুদ্ধ বন্ধের দাবি জানান এবং প্রেসিডেন্ট জো বাইডেনের বর্তমান ভুমিকা নিয়ে সমালোচনা করেন বক্তারা এবং স্লোগান দেন।
বিভিন্ন কমিউনিটির সকল সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে এই বিক্ষোভ রেলিটি আয়োজন করে।