স্বতঃস্ফূর্তভাবে দেশের মানুষ অবরোধ পালন করছে: নুর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৩, ৫:৩২:৩৪ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘গত ৫২ বছরে এ দেশে এমন স্বতঃস্ফূর্ত হরতাল-অবরোধ পালন হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অবরোধ পালন করছে। সরকারপ্রধান পদত্যাগ না করা পর্যন্ত এ আন্দোলন চলবে। ’
আজ রোববার পল্টনে আল-রাজী কমপ্লেক্সের সামনে এক সমাবেশে তিনি একথা বলেন।
সরকারের পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচনের ১ দাবিতে বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে প্রতিবাদ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
তিনি আরো বলেন, ‘এই হৃদয়হীন অমানবিক সরকার যুক্তি-তর্কে না পেরে বিরোধী দলকে গালিগালাজ করছে, হিংসাত্মক কথা বলছে। হরতালের আগে থেকেই ডিমের হালি ৫২ টাকা, পেঁয়াজ ১০০ টাকা, সব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ’
এই আন্দোলন দেশের অস্তিত্ব রক্ষার আন্দোলন উল্লেখ করে নুর বলেন, ‘এই আন্দোলন মানুষের ভোট-ভাত ও খেয়ে-পরে বেঁচে থাকার আন্দোলন।
সরকারের পতন না হলে দেশ একটি ব্যর্থ ও পঙ্গু রাষ্ট্রে পরিণত হবে। ’