ইসরাইল-হামাস যুদ্ধ একাধিক ফ্রন্টে প্রসারিত : হেজবুল্লাহ প্রধান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৩, ১০:২৯:৩৪ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : হামাসের ৭ অক্টোবরের বিস্ময়কর হামলার পর প্রথম ভাষণ দেন লেবাননের হেজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ আজ ৩ নভেম্বর শুক্রবার। তার প্রথম বক্তৃতায় তিনি জানান ইসরাইল-হামাসের ‘যুদ্ধ’ ‘একটির বেশি ফ্রন্টে প্রসারিত হয়েছে’। ফলে ওই অঞ্চলে বৃহত্তর সংঘাতের জন্ম দেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীর প্রধান হাসান নাসরুল্লাহ তার ভাষণে হামাসের ‘আল আকসা ফ্লাড’ শীর্ষক ভয়ানক হামলার প্রশংসা করে বলেন ‘গৌরবময় জিহাদি অপারেশন’ ইহুদি রাষ্ট্রে ‘ভূমিকম্প’ দিয়ে ইসরাইল এবং এর সেনাবাহিনী ও গোয়েন্দাদের দুর্বলতা প্রকাশ করেছে। তিনি বলেন হামাস একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক সফলতা দেখিয়েছে।
৬৩ বছর বয়সী নাসরুল্লাহ একটি অজানা স্থান থেকে বৈরুতে টেলিভিশনে হাজার হাজার লোকের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন।
হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ তার ভাষণে আরও বলেন, গাজার ঘটনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণরূপে দায়ী এবং ইসরায়েলি সরকার আমেরিকানদের আদেশ বাস্তবায়নের একটি হাতিয়ার মাত্র।




