বাংলাদেশ সেন্টার লন্ডন-র নির্বাচন: গ্রীন এ্যালায়েন্স’র নির্বাচন অফিস উদ্বোধন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৩, ৮:০৪:৩১ অপরাহ্ন
লন্ডনে গ্রীন এ্যালায়েন্সের নির্বাচনি অফিস উদ্বোধন করছেন কমিউনিটির নেতৃবৃন্দ।
এমরান আহমদ, লন্ডন: ঐতিহ্যবাহী বাংলাদেশ সেন্টারের কার্যকরি কমিটির নির্বাচনকে সামনে রেখে গ্রীন এ্যালায়েন্স এর নির্বাচনি অফিস উদ্বোধন করা হয় গত ১ নভেম্বর বুধবার সন্ধ্যায়। পূর্ব লন্ডনের প্রিন্সলেট ষ্ট্রীটস্থ নির্বাচনি অফিস উদ্বোধনে বাংলাদেশ সেন্টারের সদস্য ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফিতা কেটে অফিস উদ্বোধনের পরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
কমিউনিটি ব্যক্তিত্ব এম এ মুনিম ওবিই এর সভাপতিত্বে আব্দুল আহাদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফজল উদ্দিন, নাসির আলী শাহ, আলহাজ, মনজ্জির আলী, মুহিবুর রহমান মুহিব, আলহাজ আফাজ উদ্দিন, মারুফ চৌধুরী, জালাল হোসেন খান, মোহাম্মদ মোস্তফা মিয়া, কবির উদ্দিন, মোহাম্মদ ইসবাহ উদ্দিন, আবুল কালাম আজাদ ছোটন, হাবিবুর রহমান ময়না, আ স ম মিসবাহ, মামুন করিম চৌধুরী, জাহাঙ্গীর খান, দুলাল উদ্দিন রায়হান, একেএম আব্দুল্লাহ, মোহাম্মদ ফয়জুল হক, নাছিম আহমদ, জবরুল ইসলাম, জামাল খান, আব্দুল বাছির, সুফি সুহেল, আবিদুর রহমান শিমু, কামরুল ইসলাম, মোহাম্মদ শামীম আহমদ, মো. নাজিম উদ্দিন, মোহাম্মদ সুলতান আহমদ, দেলওয়ার হোসেন দেলু, মিসবা রহমান, মো. এমরান আহমদ, রফিক উদ্দিন, মোহাম্মদ আফরোজ মিয়া, আবু জাফর মে. আব্দুর রহমান প্রমুখ।
আরো পড়ুন ➡️ ওমান: বাংলাদেশিদের ভিসা স্থগিতের কারণ জানা গেল
দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুস।
বাংলাদেশ সেন্টারের আগামী ২৬ নভেম্বর ২০২৩ এর নির্বাচনকে সামনে রেখে গ্রীন এ্যালায়েন্স এর সমর্থনে সর্বসম্মতিক্রমে এম এ মুনিম ওবিই কে আহবায়ক এবং আব্দুল আহাদ চৌধুরীকে সদস্য সচিব করে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।