রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৩, ৩:৫৪:৪১ অপরাহ্ন
লন্ডন অফিস: লন্ডনে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত ছাত্র-ছাত্রীদের মধ্যে আসন্ন পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের (আরসিটি) একটি প্রস্তুতি বৈঠক রবিবার, বিকাল ৫টায় ওকস লেনের অ্যাপল রিয়েল এস্টেস্টে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের (আরসিটি) সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন।
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সেক্রেটারি শাহীন চৌধুরী জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ-এর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আরসিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। আরসিটির কর্মকর্তারা তাকে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানান।
আরসিটি সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন বলেন, শাহীন চৌধুরী একজন নিবেদিতপ্রাণ ও প্রতিশ্রুতিশীল ব্যক্তি। কমিউনিটির জন্য তার অনেক অবদান রয়েছে। তাঁর এই অবদানের জন্য সত্যিই তিনি প্রশংসার যোগ্য।
আরো পড়ুন ➡️ যুক্তরাজ্যে ছাত্রদের আশ্রয় চাওয়া: হোম অফিসের সতর্কতা, ‘বাংলাদেশ থেকে যে কেউ’ কোর্স স্থগিতের নির্দেশ
শুভেচ্ছার জবাবে শাহীন চৌধুরী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, যতদিন বেঁচে আছি বাংলাদেশের মানুষ এবং ব্রিটেনের কমিউনিটির জন্য কাজ করে যাবো।
আরসিটি সভাপতি মোহাম্মদ অহিদউদ্দিন ই/সি সদস্যের কাছে গত মাসের আরসিটি কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন এবং সভায় তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
আরসিটি সভাপতি ওকস লেন রিফর্ম সিনাগগ সুইসার্সে ছাত্র-ছাত্রীদের জন্য আসন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানান।
সভার সভাপতি উক্ত পুরস্কার বিতরণী প্রোগ্রাম সফল করার লক্ষ্যে সদস্যদের গভীর অবদান এবং সমর্থনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আফসার হোসেন এনাম, সহ-সভাপতি মোহাম্মদ ফারুক উদ্দিন, সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, কোষাধ্যক্ষ আনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক মাকসুদ আহমেদ, প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি মিছবাহ জামাল, সদস্য সচিব জয়নুল ইসলাম চৌধুরী, সমাজ ও কল্যাণ সম্পাদক তারেক চৌধুরী, ডাঃ সৈয়দ আহমদ চৌধুরী প্রমুখ।
আপ্যায়ন শেষে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন।