ওয়াশিংটন : উজরা জেয়ার সঙ্গে সালমান এফ রহমানের বৈঠক, আলোচনায় নির্বাচন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৩, ৯:২৩:৪০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গে বৈঠক করেছেন।
মার্কিন সময় শুক্রবার ও বাংলাদেশ সময় শনিবার ভোরে ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে তাদের এই বৈঠক হয়। এসময় স্টেট ডিপার্টমেন্টের এসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে উজরা জেয়া এক বার্তায় জানান, সালমান এফ রহমানের সঙ্গে বাংলাদেশ যুক্তরাষ্ট্র পার্টনারশিপ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা গাজায় মানবিক ত্রাণ পৌঁছানো, বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ও রোহিঙ্গা নিরাপত্তা নিয়ে আরও কাজ করার অপেক্ষায় আছি।