আজ রাতেই গাজায় স্থল অভিযান ।। আরও অনেক মানুষ মারা যাবে: ইউএনআরডব্লিউএ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৩, ১১:৫৭:২৮ অপরাহ্ন
লন্ডন অফিস : লাশের গন্ধ আর আহতদের আর্ত চিৎকারে বিপন্ন গাজায় ইসরাইলি সেনাবাহিনী আজ রাতে স্থল অভিযান বাড়াবে। সেই সাথে চলবে বিমান হামলা।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি ঘোষণা করেছেন, ইসরাইলের স্থল বাহিনী আজ রাতে “তাদের স্থল অভিযান প্রসারিত করছে”।
এক টেলিভিশন বিবৃতিতে হাগারি বলেন, “ইসরায়েলের নিরাপত্তা রক্ষার জন্য আমরা সব ফ্রন্টে প্রস্তুত।
ওদিকে গাজা অবরোধ থেকে ‘শীঘ্রই আরও অনেকের মৃত্যু হবে’, বলেছেন ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থার প্রধান। তিনি বলেন, গাজা উপত্যকায় ইসরাইলের অবরোধের ফলে “আরও অনেকের মৃত্যু হবে”।
ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডব্লিউএ) প্রধান, ফিলিপ লাজারিনি শুক্রবার এক সংবাদ সম্মেলনে সতর্ক করেছেন যে গাজায় মৌলিক পরিষেবা ভেঙ্গে পড়েছে, ওষুধ, খাবার এবং পানি শেষ হয়ে যাচ্ছে।
তিনি বলেন, ‘‘আমরা কথা বলতে বলতে গাজার মানুষ মারা যাচ্ছে। তারা শুধু বোমা হামলায় মারা যাচ্ছে। শীঘ্রই, গাজা উপত্যকায় আরোপিত অবরোধের পরিণতিতে আরও অনেকের মৃত্যু হবে।’’