ইসরাইল বললো ‘দুঃখিত’ সাংবাদিক হত্যা করে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৩, ৫:১৬:৫৩ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: হামাস ইসরাইল যুদ্ধ গত আটদিন ধরে চলছে। এ পর্যন্ত গাজায় ইসরাইলের হামলায় বেশ কয়েকজন সাংবাদিক নিহতের খবর পাওয়া গেছে। তবে এবার দক্ষিণ লেবাননে রয়টার্সের সাংবাদিক হত্যার ঘটনা অকপটে স্বীকার করে ‘দুঃখপ্রকাশ’ করল ইসরাইল।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত হন রয়টার্সের সাংবাদিক ইশাম আব্দাল্লাহ। এর পর ইসরাইলের সামরিক মুখপাত্র রিচার্ড হেচড সাংবাদিকদের বলেন, সাংবাদিক নিহতের ঘটনায় আমরা খুবই দুঃখিত।
যদিও এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি ইসরাইলের সেনাবাহিনী।
আল-জাজিরা বলছে, ইসরাইলের ওই হামলায় সাংবাদিক আহতের সংখ্যা ছয়জন। এর মধ্যে আলজাজিরারও দুইজন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। এজন্য ইসরাইলি বাহিনীকে আইনত ও নৈতিকভাবে দায়ী করছে আলজাজিরা মিডিয়া নেটওয়ার্ক।
এর আগে এ ঘটনায় ইসরাইলের সামরিক বাহিনীর সমালোচনা করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরডিএফ)। তারা বলছে, এ ঘটনায় প্রমাণিত হয় যে, গণমাধ্যমকর্মীদেরও টার্গেট করছে ইসরাইলের সামরিক বাহিনী।
ইসরাইলের হামলায় ফিলিস্তিনে গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ৩২০ জন। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গাজায় ইসরাইলের মুহুর্মুহু বিমান হামলায় অনেক নারী ও শিশুরও প্রাণ গেছে।
এ পর্যন্ত মোট ফিলিস্তিনি নিহত হয়েছে ২ হাজার ২১৫ জন, আহত ৮ হাজার ৭১৪ জন। এদিকে মোট ইসরাইলি নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ আর আহত হয়েছে ৩ হাজার ৪০০ জন।
শুরুতে ইসরাইলিদের নিহতের সংখ্যা বেশি হলেও, এখন ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ইসরাইলিদের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে।
এদিকে শনিবার এক বিবৃতিতে ইসরাইল জানিয়েছে, হামাসের কমান্ডার আলি কাদিকে হত্যা করেছে দেশটি। তবে এ বিষয়ে হামাস এখনো কিছু জানায়নি।