মিশিগানে হ্যামট্রামিক সিটিতে অনুষ্ঠিত হলো ক্যান্ডিডেট ফোরাম ২০২৩
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৩, ২:০১:০২ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: মিশিগানে হ্যামট্রামিক সিটিতে প্রার্থী ও ভোটারদের নিয়ে অনুষ্ঠিত হলো ক্যান্ডিডেট ফোরাম অনুষ্ঠান ২০২৩।
যুক্তরাষ্ট্রের মিশিগানে ৭ই নভেম্বর অনুষ্টিত হবে সিটি নির্বাচন, নির্বাচনকে সমানে রেখে হ্যামট্রামিক সিটির কাউন্সিলর প্রার্থী ও ভোটারদের নিয়ে রোববার বিকালে হ্যামট্রামিক সিটির পাবলিক লাইব্রেরীতে আয়োজন করা হয় ক্যান্ডিডেট ফোরাম অনুষ্ঠিনটি।
সিটি কাউন্সিলর প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন নাইম লিওন চৌধুরী, মুহতাসিন সাদমান, লিন ব্লেসি ও নাসের হোসাইন। অনুষ্ঠানে আগতো ভোটাররা তাদের সিটিতে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান নির্বাচনে বিজয়ী হলে কি ধরনের উন্নয়নমুলক কাজ করবে প্রশ্নকারে লিখে জানতে চাই। এই সময়ে প্রার্থীরা নিজেদের মতো করে প্রশ্নের জবাব দেন সেই সাথে তাঁরা বিজয়ী হলে কি কি বিষয় নিয়ে কাজ করতে চাই সেই গুলো বিস্তারিত তুলে ধরেন।
ক্যান্ডিডেট ফোরাম আয়োজক কমিটিতে ছিলেন ওয়েন কাউন্টি কমিউনিটি কলেজের ট্রাস্টি কামাল রহমান, এপিআইএ ভোট মিশিগানের ডিরেক্টর রেবেকা ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ভেরা বার্ক, ইমাম শেখ ইয়াসির আগাহ, ব্যাবসায়ী মোতাহার ফাদেল, ব্যাবসায়ী আদম আলহারাবী, হ্যামট্রামক চ্যানেল ১৯ এর গ্রেগরি কির্চনার।
এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশি টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সহ কমিউনিটির বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।




