মালদ্বীপে প্রবাসীদের ঈদে মিলাদুন্নবী উদযাপন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ৮:৪০:১০ অপরাহ্ন
এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মালদ্বীপে বিশেষ দোয়া ও আলোচনা সভা করেছে বাংলাদেশ হাইকমিশন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় হাইকমিশনের হলরুমে এ আয়োজন করা হয়। এতে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. সোহেল পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাদবর, এনবিএল মানি ট্রান্সফার মালদ্বীপ প্রা. লি. ডিরেক্টর মো. হান্নান খান কবির, সিইও মাসুদুর রহমান, আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য বর্ণনা করে বিশেষ আলোচনা ও দোয়া পরিচালনা করেন প্রবাসী মাওলানা মোমেন উল্লাহ।