মালয়েশিয়ায় আওয়ামী লীগ নেতার বোনের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ৯:৪৬:৩৫ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া: বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী (সিআইপি) অহিদুর রহমান অহিদের বোন সামসুন্নাহারের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেলাঙ্গর রাজ্যের বালাকংয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন কুয়ালালামপুরের কোতারায়া বাংলা মসজিদের ইমাম হাফেজ মাওলানা হেলাল উদ্দিন।
মাহফিলে মৃতের আত্মীয়-স্বজনসহ প্রবাসী বাংলাদেশি, সাংবাদিক, বাংলাদেশ কমিউনিটির আঞ্চলিক সামাজিক ও রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত নেতারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এদিকে আগামীকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) পারিবারিকভাবে মরহুমার নাঙ্গলকোটের আশার কোটার কাজী জোড়পুকুরিয়ার গ্রামের বাড়িতে দোয়া ও কুলখানির আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, মৃত্যুকালে মরহুমা সামসুন্নাহারের বয়স হয়েছিল ৬৫ বছর। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ৬ সন্তানের জননী।