সাংবাদিক আহমাদুল কবিরের শাশুড়ি গোলাপজান বিবির ইন্তেকাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ৩:১৫:০৮ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: বাংলা প্রেসক্লাব মালয়েশিয়ার সভাপতি ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আহমাদুল কবিরের শাশুড়ি গোলাপজান বিবি (১১০) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাক ইউনিয়নের ধনপুর গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৮ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ প্রকাশ করেছেন, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার মো: গোলাম সারোয়র। প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। সমবেদনা জানিয়েছেন, হাইকমিশনের প্রথম সচিব বাণিজ্যিক প্রণব কুমার ঘোষ, প্রথম সচিব লেবার সুমন চন্দ্র দাস, জালালাবাদ অ্যাসোসিয়েশন মালয়েশিয়ার সভাপতি সোনাহর রশিদ খান, সহ সভাপতি আব্দুল ওয়াদুদ খানঁ, যুগ্ন সাধারন সম্পাদক হাবিবুর রহমান পারুল, সাংগঠনিক সম্পাদক আমজাদ খানঁ, বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের সভাপতি নিছার কাদের, সিনিয়র সহ সভাপতি ড.শংকর চন্দ্র পোদ্দার ও মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক বৃন্দ।
এ ছাড়া দৈনিক যুগান্তরের ব্যুরো চীফ সংগ্রাম সিংহ, সিলেট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রশিদ রেনু, মাওলানা আব্দুল গফুর স্মৃতি ট্রাষ্টের চেয়ারম্যান শেখ আব্দুল লতিফ, সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের সভাপতি শামছুল ইসলাম সরদার খেজুর, সাধারন সম্পাদক জিয়াউর রহমান লিটনসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুমার বেদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শুক্রবার জুমআর নামাজেরপর জানাজা শেষে পারিবারিক কবরস্হানে দাফন করা হয়।