বার্মিংহাম: যুক্তরাষ্ট্র প্রবাসী নাহিদ আহমদ পাপ্পু’র সম্মানে গেট টুগেদার অনুষ্ঠান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ৯:২২:৩৯ অপরাহ্ন
গত ৪ সেপ্টেম্বর সোমবার বিকেলে কাজিটুলা ইউকে প্রবাসী কমিউনিটির উদ্যোগে যুক্তরাজ্য সফরত কাজিটুলা ওয়েলফেয়ার সোসাইটির সাবেক ফুটবলার, যুক্তরাষ্ট্র প্রবাসী নাহিদ আহমদ পাপ্পু’র সম্মানে এক গেট টুগেদার অনুষ্ঠান বার্মিংহামের এক রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথিকে কাজিটুলা ইউকে প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট উপহার দেওয়া হয়।
অতিথি কেক কেটে গেট টুগেদার অনুষ্ঠানের সূচনা করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজীটুলা ইউকে প্রবাসীর কমিউনিটির সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মোরশেদ খান, মুজিবুর রহমান অ্যাপোলো, বেলাল আহমদ বক্ত, হাফিজ রশিদ রানু, জুনেদ আলম চৌধুরী, রোকনুজ্জামান কচি, মুজিবুর রহমান মঞ্জু, তুহিন খান, এলাহি বক্স এনাম প্রমুখ। গেট টুগেদার অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী নাহিদ আহমেদ পাপ্পু তার শুভেচ্ছা বক্তব্যে কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনিটির সকল সদস্যদেরকে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।-বিজ্ঞপ্তি