চাঁদে সালফার অক্সিজেনসহ আরও যা যা পেয়েছে চন্দ্রযান-৩
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৩, ১০:৫৫:৩৬ অপরাহ্ন
অনুপম বিজ্ঞান ডেস্ক: ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, চন্দ্রযান-৩ চাঁদে দক্ষিণ মেরুতে মানুষের বসবাসের উপযোগিতা নিয়ে গবেষণা করছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) ইসরো জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে সালফারের খোঁজ মিলেছে। চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম এ তথ্য জানিয়েছে বলে টুইটবার্তায় নিশ্চিত করেছে ইসরো।
ইসরো জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে সালফার ছাড়াও অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, লোহা, ক্রোমিয়াম, টাইটেনিয়াম ম্যাঙ্গানিজ, সিলিকন ও অক্সিজিনের অস্তিত্ব মিলেছে। বর্তমানে এ অঞ্চলে হাইড্রোজেনের খোঁজ চালাচ্ছে প্রজ্ঞান।
সংস্থাটি জানিয়েছে, প্রজ্ঞানে লেজ়ার-ইনডিউসড ব্রেকডাউন স্পেক্ট্রোস্কোপ (এলআইবিএস) প্রযুক্তি রয়েছে। এর মাধ্যমে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। বেঙ্গালুরুর ইলেক্ট্রো-অপটিকস সিস্টেমের গবেষণাগারে এই প্রযুক্তি তৈরি করা হয়েছে। এ প্রযুক্তির মাধ্যমেই সালফারসহ বিভিন্ন খনিজের সন্ধান পেয়েছে প্রজ্ঞান।
গত ২৩ আগস্ট সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করে ভারতের চন্দ্রযান-৩। এর আগে এ অঞ্চলের বিষয়ে অজানা ছিল মানুষের। তবে এটি সেখানে সফলভাবে অবতরণ করায় গবেষণায় নতুন দ্বার খুলবে বলে আশা ভারতীয় বিজ্ঞানীদের।
মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, চাঁদে অবতরণের পর থেকে গবেষণা চালিয়ে যাচ্ছে প্রজ্ঞান। বর্তমানে এটির গতিবেগ সেকেন্ডে এক সেন্টিমিটার।