বড়লেখায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৩, ৫:১৭:৩০ অপরাহ্ন
আশফাক আহমেদ: মৌলভীবাজারের বড়লেখায় কানাডা প্রবাসী ফয়সাল আলমের পৃষ্টপোষকতায় বর্নি আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার ২৭ আগস্ট দুপুর ১২ টায় বর্নি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছায়ফুজ্জামান ছরওয়ারের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক ইসলাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বর্নি আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিবাবক সদস্য সালেহ আহমেদ কবির। প্রধান অতিথি ছিলেন ১নং বর্নি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল আহমেদ,বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন, মেম্বার আলিম উদ্দিন,সাবেক মেম্বার আব্দুর নুর,অভিভাবক সদস্য ডা.শাহাব উদ্দিন,ম্যানেজিং কমিটির সদস্য কাউছার আহমেদ, লুতফুর রহমান, লন্ডন প্রবাসী শামসুল আলম, জয়নাল আবেদীন সহ এলাকায় ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল মুমিন, সিনিয়র শিক্ষক আব্দুর রহিম, বিষু চন্দ্র দে, রুমা রাণী দে প্রমুখ।
এসময় উপস্থিত অতিথিবৃন্দ বলেন, ফয়সাল আলমের এই উদ্যোগকে স্বাগত জানান তাঁর মত সবাই যদি শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় তাহলে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে ও লেখাপড়ায় মনোযোগী হবে। বিদ্যালয়ের সভাপতি ও চেয়ারম্যান জানান ভবিষ্যতে শিক্ষার্থীরা(A+) পেলে নগদ দশ হাজার টাকা করে প্রদান করবেন বলে ঘোষণা দেন। পরবর্তীতে ফয়সাল আলমের পক্ষ থেকে অতিথি ও শিক্ষকবৃন্দ সম্মাননা স্বারক ক্রেষ্ট প্রদান করা হয়।