মাওলানা ফজলুল করিম আজাদ স্মরণে লন্ডনে আলোচনা সভা ও দোয়া
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৩, ১০:৪০:২৮ অপরাহ্ন
লন্ডন অফিস: সিলেটের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাগ্মী ও সুসাহিত্যিক মাওলানা আব্দুল করিম আজাদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ২২ আগস্ট সোমবার সন্ধ্যায় পূর্ব লণ্ডনের ডেগেনহামে মরহুমের ছেলে সাংবাদিক তানিমের বাসায় অনুষ্ঠিত সভায় মরহুমের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এতে আলোচনা করেন, ব্যারিষ্টার নাজির আহমদ, অধ্যাপক আব্দুল কাদের সালেহ, শায়েখ মুফতি ছদর উদ্দিন, হাফেজ মাওলানা শফিকুর রহমান মাদানী, শায়েখ এ কে মওদুদ হাসান মাদানী, সাংবাদিক তাইছির মাহমুদ, সাংবাদিক ইব্রাহিম খলিল, কে এম আবুতাহের চৌধুরী, বীর মুক্তিযাদ্ধা ডাঃ আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, সাংবাদিক বদরুজ্জামান বাবুল প্রমুখ ।
বক্তারা বলেন -মাওলানা ফজলুল করিম আজাদ ছিলেন ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, একজন সুলেখক ও বাগ্মী, পরোপকারী, সকলের ভালবাসা ও সম্মানের পাত্র।
বক্তারা -মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মরহুম স্মরণে একটি স্মারক গ্রন্থ প্রকাশের পরামর্শ দেন ।
সভায় দোয়া পরিচালনা করেন শায়েখ মওদুদ হাসান। আলোচনা ও দোয়া শেষে সবাইকে শিরনি বিতরণ করা হয় ।