বাহরাইনে চালু হলো ই পাসপোর্ট সেবার কার্যক্রম
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৩, ১:৪৫:৫৪ অপরাহ্ন
বাহরাইন প্রতিনিধি নোমান ছিদ্দিকী: শুক্রবার দেশটির রাজধানী মানামা স্থানীয় সময় বিকেল ৪ টায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর যৌথভাবে এই সেবার উদ্বোধন করে। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মুহম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েছ।
এই সময় প্রধান অতিথির ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের যুগ্ন সচিব ফয়সল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্প এর উপ প্রকল্প পরিচালক লে: কর্নেল সৈয়দ মো তৌফিকুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সদস্য রূপালী মন্ডল, মো. মোস্তফা জালাল খাঁন, নাদিরা আক্তার সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।
ই-পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে যেসব প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র নেই তারা অনলাইন জন্ম নিবন্ধনের ইংরেজি সনদ দেখিয়ে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।
তথ্যগত কোনো ভুল না থাকলে দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট প্রবাসীদের হাতে তুলে দিবেন বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের যুগ্নসচিব ফয়সল আহমেদ।
এদিকে পাসপোর্ট ভোগান্তি থেকে পরিত্রাণের খবরে উচ্ছ্বসিত বাহরাইন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ সরকার ও দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন তারা।