ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৯২টি পদে চাকরির সুযোগ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৩, ৮:০৩:০৮ অপরাহ্ন
অনুপম ডেস্ক রিপোর্ট: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৩টি পদে ৯২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ আগস্ট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: উচ্চমান সহকারী কাম-হিসাবরক্ষক। পদ সংখ্যা: ৫টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন: গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০ টাকা)
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদ সংখ্যা: ৪৫টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা।
বেতন: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা) পদের নাম: হিসাব সহকারী। পদ সংখ্যা: ৪২টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)
বয়সসীমা: ১৮-৩০ বছর।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের এ http://dscc.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যম আবেদন করতে হবে।
আবেদন ফি: ৫০০ টাকা।
আবেদনের শেষ তারিখ: ২৪ আগস্ট, ২০২৩।