সুইডেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় আর্জেন্টিনার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৩, ৭:২৮:৫০ অপরাহ্ন
অনুপম স্পোর্টস ডেস্ক: নিউজিলেন্ডের হ্যামিল্টনে অনুষ্ঠিত নারী বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের ম্যাচে আজ আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলতে স্থান করে নিলো সুইডেন। এই ম্যাচে পরাজয়ের কারণে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো আর্জেন্টিনা।
ইউরোপের অন্যতম শক্তিশালী এই দল সুইডেন দ্বিতীয় পর্বে আমেরিকার মোকাবেলা করবে।
রেবেকা ব্লমকবিস্টের দর্শনীয় হেড এবং এলিন রুবেনসনের পেনাল্টিতে গ্রুপ পর্বের টানা তৃতীয় জয় নিশ্চিত করে সুইডেন। এই জয়ে গ্রুপের তিন ম্যাচের সবকটিতেই জয় নিয়ে ‘জি’ গ্রুপ সেরা হিসেবে নকাউটে নাম লিখিয়েছে সুইডেন।
গ্রুপের আরেক ম্যাচে ইতালিকে ৩-২ গোলে হারিয়ে রানারআপ হিসেবে শেষ ষোল নিশ্চিত করেছে দক্ষিন আফ্রিকা। নকআউটে নেদারল্যান্ডসের মোকাবেলা করবে আফ্রিকান দলটি।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিন আফ্রিকার বিপক্ষে ২-১ গোল এবং দ্বিতীয় ম্যাচে ইতালিকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল সুইডেন। আগামী শনিবার মেলবোর্নে নকআউটের ম্যাচে যুক্তরাস্ট্রের মোকাবেলা করবে সুইডেন।