আমান-গয়েশ্বরের সঙ্গে ‘নাটক হয়েছে’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৩, ১০:১২:০৭ অপরাহ্ন
আমানউল্লাহ আমানকে দেখতে আসেন খাবার ও ফল নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিনিধি (বামে), ডিবি কার্যালয়ে গয়েশ্বর চন্দ্র রায়কে আপ্যায়ন।
অনুপম নিউজ ডেস্ক: নিজেদের রক্ষার জন্যই গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির আরও অনেককে নিয়ে প্রশাসন নাটক করেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভিসা নীতি থেকে বাঁচার জন্যও এমন অবস্থা দেখানো হচ্ছে।
এদিকে বিকেলে ফেসবুক লাইভে আমানউল্লাহ আমান বলেন, আহত অবস্থায় আমাকে হাসপাতালে এনে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিলো। ঘুমের মধ্যে কে বা কারা এসে একটি নাটক সাজিয়েছে। দল এবং দেশবাসীর সামনে আন্দোলনে আমার যে ভূমিকা, তার পিছে ছুরিকাঘাতের জন্যই এই নাটক সাজানো হয়েছে।
এর আগে শনিবার সকালে বিএনপির অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়া ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের জন্য হাসপাতালে খাবার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশে তার সহকারি একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন আমানকে দেখতে যান।
এসময় তিনি বিএনপি নেতাকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমী ফল ও জুসের এক বুকেট তুলে দেন।
আমানউল্লাহ আমানকে গাজী হাফিজুর রহমান জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য এসকল খাবার, ফল ও জুস পাঠিয়েছেন এবং আপনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন। তিনি আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন।’
লিকু আরও বলেন, চিকিৎসার জন্য দেশের ভেতরে অন্য যে কোনো হাসপাতালে আমানউল্লাহ আমান যেতে চাইলে তারও সুব্যবস্থা করে দেবেন প্রধানমন্ত্রী।
এসব উপহার গ্রহণ করে আমানউল্লাহ আমান মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে সোনারগাঁও হোটেলের খাবার এনে আপ্যায়ন করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে। বেলা ১২টার দিকে তাকে বিডিতে নিয়ে আসা হয়। পরে বেলা ৩টার দিকে ডিবি কার্যালয় থেকে বের হন তিনি।
এর আগে ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে তিনি দুপুরের খাবার খান। একটি ভিডিওতে দেখা যায়, ডিবি গয়েশ্বরের প্লেটে খাবার তুলে দিচ্ছেন ডিবি প্রধান।
এরপর একটি গাড়িতে করে তাকে বাসায় পৌঁছে দেয়া হয়।
ডিবি প্রধান হারুন অর রশীদ জানিয়েছেন, রাজধানীর ধোলাইখাল মোড়ে বিএনপি ও পুলিশের মাঝে পড়ে যান গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বিএনপি কর্মীদের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন। তাকে সেভ করতেই মূলত ডিবিতে নিয়ে আসে হয়।
শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টনের মহাসমাবেশ থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। এরপর শান্তি সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগও। তবে রাজনৈতিক দলগুলোর অবস্থান কর্মসূচি পালনের অনুমতি দেয়নি ডিএমপি। রাতে ডিএমপির গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এসএমএসে ডিএমপি কমিশনারকে উদ্ধৃত করে একথা জানানো হয়।
এরপর আওয়ামী লীগ কর্মসূচি থেকে সরে এসে ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক অবস্থানের ঘোষণা দেয়। কিন্তু শনিবার সকাল থেকেই সড়কে অবস্থানের চেষ্টা করে বিএনপি। লাঠিসোঁটা হাতে সড়কে নামেন দলটির নেতাকর্মীরা।




