প্রশিক্ষণার্থীদের স্বাবলম্বী হতে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে হবে: ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৩, ৫:৩৭:৩৮ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা নুরুল ইসলাম বলেছেন
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের স্বাবলম্বী হতে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে হবে। অনেকে প্রশিক্ষণ গ্রহন করে সেলাই মেশিন ক্রয় করা সম্ভব হয় না। প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন প্রশিক্ষণার্থীদের মধ্যে বিতরণ এটি একটি মহৎ উদাহরণ সৃষ্টি করা হল।
গত ২১ জুলাই ফেঞ্চুগঞ্জ যুব সংঘে সেলাই
প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেছেন।
এসএসসি ১৯৮৮ ব্যাচ সিলেট বিভাগের উদ্যোগে সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক রিয়াজ উদ্দীন ইসকা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান, ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রাজু আহমেদ রাজা, এটিএম বাংলার সিলেট বিভাগীয় প্রধান শাহ মুজিবুর রহমান জকন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মামুনুর রশীদ, ফেঞ্জুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, এসএসসি ৮৮ ব্যাচের শিক্ষার্থী সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: খুরশিদা তাহসীন শীমু, গোবিন্দগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক জান্নাত আরা খান পান্না, নারী উদ্যোক্তা ৮৮ ব্যাচের সম্বন্নয়কারী সাবিয়া সুলতানা হেপী। ৮৮ ব্যাচের ফেঞ্চুগঞ্জের সম্বন্নয়কারী ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পুর সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন ৮৮ ব্যাচের শিক্ষার্থী ইনসান আলী।
এতে আরও বক্তব্য রাখেন প্রশিক্ষক লিজা আক্তার, প্রশিক্ষণার্থী রওশন আরা। ১১ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন ও সনদপত্র বিতরন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।



