বিশ্বনাথ সদরে দয়াল উদ্দিন নির্বাচিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৩, ১১:০০:০৮ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জলিল হিরন মিয়াকে ২৫৫৪ ভোটের ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী দয়াল উদ্দিন তালুকদার। আব্দুল জলিল হিরন মিয়া ‘নৌকা’ প্রতিকে পেয়েছেন ১২৮০ ভোট দয়াল উদ্দিন তালুকদার ‘আনারস) প্রতিকে পেয়েছেন ৩৮৩৪ ভোট। মোটরসাইকেল প্রতিকে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মুহি উদ্দিন পলাশ পেয়েছেন ৮৪২ ভোট। নব-নির্বাচিত চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার বিশ্বনাথ ইউনিয়নের উত্তর ধর্মদা নোয়াগাঁও গ্রামের মৃত: আব্দুর নূরের ৪র্থ ছেলে।
গর্ভধারীনি মা মোছা: নুর বানু বেগম ও ইউনিয়নবাসির প্রতি বিজয় উৎসর্গ করে দয়াল উদ্দিন তালুকদার বলেন, ইউনিয়নবাসির ভালবাসায় আমি সিক্ত। আমি ইউনিয়নের প্রতিটি ভোটারসহ দেশ-বিদেশের সবার প্রতি কৃতজ্ঞ। আমার এ বিজয়ের পেছনে যারা শ্রম দিয়েছেন পরিশ্রম করেছেন আমি তাদের প্রতি চির কৃতজ্ঞ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ইউনিয়নবাসির সেবায় কাজ করে যাচ্ছি। পরিশ্রমের ফসল হিসেবে আজ আমি সফল হয়েছি। ইউনিয়নবাসির অন্তরে জায়গা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কথা দিলাম ইউনিয়নের মান ক্ষুন্ন হয় এমন কাজ কোন দিন করব না। ইনশাআল্লাহ ইউনিয়নবাসির মুখ উজ্জল করতে আমার প্রচেষ্ঠা অব্যাহত রাখব। তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন, অসহায়, সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে আমি সবার সহযোগিতা চাই। আপনাদের দয়াল যেভাবে আপনাদের পাশে আছে সারাজীবন ওইভাবে থাকবে।



