ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের নতুন কমিটি: সভাপতি আশফাক জাকারিয়া সম্পাদক হুসেন মল্লিক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৩, ৯:৪৯:৪৭ অপরাহ্ন
সিলেট অফিস: ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগের কমিটি বিলুপ্তির প্রায় এক বছর পর এ কমিটি ঘোষণা করা হল।
সংগঠনের সিলেট জেলা কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ১৩ জুলাই ৭৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
নতুন এ নির্বাহী কমিটিতে আশফাক জাকারিয়াকে সভাপতি ও হুসেন মল্লিককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এক বছর মেয়াদী ৭৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সহসভাপতি করা হয়েছে ১৭ জনকে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১০ জন এবং সাংগঠনিক পদে রাখা হয়েছে ১১জনকে।
তাছাড়া এ নির্বাহী কমিটির সম্পাদকীয় পদে মনোনীতরা হলেন- সহসভাপতি পদে মাহমুদ উস সামাদ মামুন, কাজী রয়েল, ওমর ফারুক জেমস, মৃদুল ভৌমিক দ্বীপ, রাজু আহমেদ, নাবিদ আহমেদ, নাদিম আহমদ তালুকদার, শাহিন আলম, সাকিব আহমদ, ইমন আহমদ, মাসুদ আহমদ, রেদওয়ান হুসেন উজ্জল, শাহরিয়ার নুর, রাজু মল্লিক, আবু তালহা মিজান, অনিক দত্ত।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে, আবির আহমদ আকাশ, ফুয়াদ আহমদ শাহ, মাজেদুল ইসলাম সাহাত, সাকিব রহমান, আল আহবাব সাজু, পারভেজ আহমদ, ইবনান আহমদ রিফাত, ফাহিম আহমদ, সৌরভ দেবনাথ, আবিদুল হক।
সাংগঠনিক সম্পাদক পদে, ইফতেখার আহমদ মাহি, এমাদ হুসেন, সৌরভ আহমদ সুনাম, রবিন চক্রবর্তী, ওয়াহিদ আহমদ, রোসেল আহমদ, জামিল হোসেন রাব্বি, উজ্জল আহমদ, মুরাদুজ্জামান মাহি, আহমেদ হুসাইন, হাসান আল মাসুদ।
প্রচার সম্পাদক পদে, আব্দুল নাহিদ উপপ্রচার সম্পাদক রোহিত আহমদ। দপ্তর সম্পাদক রায়হান আহমদ, উপদপ্তর সম্পাদক তপু কান্তি দাস দ্বীপ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সুব্রত দাস, উপগ্রন্থনা ও প্রচার সম্পাদক রাজু মিয়া সাংস্কৃতি সম্পাদক নাহিদ আহমদ, উপসাংস্কৃতিক সম্পাদক ফরিদ আহমদ, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক শেখ এনাম, উপশিক্ষা ও পাঠচক্র সম্পাদক নাইম আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক রাহাত চৌধুরী নাঈম, উপক্রীড়া বিষয়ক সম্পাদক সাকিব প্রধান।
অর্থ সম্পাদক এহসান হুসেন নাঈম, উপ অর্থ বিষয়ক সম্পদক মো: শাহ শিব্বির আহমদ, পাঠাগার বিষয়ক সম্পাদক সাদিক আহমদ, উপপাঠাগার বিষয়ক সম্পাদক মো: সাফাওয়ান আহমদ, ধর্ম বিষয়ক সম্পদক হাসান আল মাসুদ, উপধর্ম বিষয়ক সম্পাদক তাহমিদ হুসেন নাবিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পদক তাজিম আহমদ, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পদক রাহাত ইসলাম জিহান। সহ সম্পাদক পদে লাদেন আহমদ, মঈন উদ্দিন আহমদ মাসুম, বিপ্রজিত দাস বিপ্র, সারোয়ার হুসেন অমি, তাহের তাহিম,আব্দুল ওয়াহিদ মারজান, তামিম খান পাবেল, উমেদ আহমদ।
অনুমোদিত এ নির্বাহী কমিটির সাধারণ সদস্য পদে রাখা হয়েছে ৮ জনকে।
সিলেট মহানগর থেকে দক্ষিণ দিকে মাত্র বিশ/বাইশ কিলোমিটার দূরে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি এই কলেজ ছাত্রলীগের নতুন কমিটি পেয়ে উপজেলা ছাত্রলীগে আনন্দের জোয়ার বইছে।
জগলু চৌধুরীর অভিনন্দন
সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু নতুন এ কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ফেঞ্চুগঞ্জ কলেজ ছাত্রলীগের নতুন কমিটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী। স্মার্ট বাংলাদেশ গঠনে সিলেট জেলা শাখা ছাত্রলীগের ঐতিহাসিক অগ্রযাত্রার কথা উল্লেখ করে জগলু চৌধুরী জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বের প্রশংসা করেন এবং ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠনে যোগ্যদের অগ্রাধিকার দেয়ায় প্রশংসনীয় কাজ করেছেন বলে অভিমত ব্যক্ত করেন।



