বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সম্মাননা প্রদান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৩, ৪:৩৯:৫০ অপরাহ্ন
আশফাক আহমেদ,বাহরাইন প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের আর্থ মানবতার সংগঠন বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও বিভিন্ন সামাজিক সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে বুধবার উপজেলার ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিম মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা তাজ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাছনা, ৬ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান সালেহ আহমদ জুয়েল, মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাজিম উদ্দিন, মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকির হোসেন, শাহাব উদ্দিন, লিয়াকত হাসান, তাহমীদ ঈশাদ রিপন।
আরও উপস্থিত ছিলেন বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের সহ সাধারণ সম্পাদক শাহীন আহমদ,সহ সাধারণ সম্পাদক নাছির উদ্দিন,ছবির আহমদ, সাহেদ আহমদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনের অর্থ সম্পাদক আশফাক আহমেদ বিগত সেশনের আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন। বিশেষ অতিথি মোঃনাজিম উদ্দিন ২০২৩-২৪ সেশনের ৪৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন।