বার্মিংহাম আ.লীগের আনন্দসভা আনোয়ারুজ্জামান মেয়র নির্বাচিত হওয়ায়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৩, ১০:৪৭:৩৯ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্যের বার্মিংহাম আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সবাই উল্লসিত। তারা সবাই যৌথ উদ্যোগে আনন্দ সভা করেছেন।
বৃহস্পতিবার রাতে বার্মিংহামের স্মলহিথস্থ একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করেছেন।
এসময় বক্তব্য রাখেন- বার্মিংহাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, সিনিয়র সহ সভাপতি বশির মিয়া কাদির, সহ সভাপতি শাহ রুকন আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর, বার্মিংহাম যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নজমুল খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসাদ্দেক আহমদ শ্যামল, বার্মিংহাম সেচ্ছাসেবক লীগ সভাপতি তাজুল ইসলাম, মিডল্যান্ড যুবলীগ সহ সভাপতি ও নবীগঞ্জ কৃষক লীগের সভাপতি আব্দুল মুকিত, বার্মিংহাম যুবলীগের যুগ্ম সম্পাদক জামিল আহমদ, ওয়েস্ট মিডল্যন্ড যুবলীগ যুগ্ম সম্পাদক শাকেল আহমদ, শ্রমিক লীগ সহ সভাপতি মনির মিয়া যুগ্ম সম্পাদক শায়েক কামালী, বার্মিংহাম যুবলীগ সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, সোহেল মিয়া, আনোয়ারুল ইসলাম, ওয়েস্ট মিডল্যন্ড যুবলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আজাদ, বার্মিংহাম যুবলীগ অর্থসম্পাদক নজরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক জাহেদ চৌধুরী, ওয়েস্ট মিডল্যান্ড যুবলীগের অর্থ সম্পাদক আলাউর রহমান, বার্মিংহাম যুবলীগ সদস্য হেলাল উদ্দিন, শেরওয়ান আহমদ, হাবিবুর রহমান হাবিব, শাহ শাকিল, কামাল আহমদ, বকুল মিয়া প্রমুখ।