৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের আলোচনা সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৩, ২:১৯:০৭ অপরাহ্ন
জুবায়ের আহমদ, লন্ডন: দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী এবং মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ।
আরও পড়ুন– প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করলেন বৃটিশ প্রতিমন্ত্রী
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান, মেহের নিগার চৌধুরী ভিপি খসরুজ্জামান, আনছারুল হক, সৈয়দ ছুরুক মিয়া, তারিফ আহমদ, লুৎফুর রহমান ছায়েদ, আলতাফুর রহমান মোজাহিদ, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ফয়েজ, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ , হোসনে আরা মতিন, আঙ্গুর আলী, মনিরুজ্জামান, নজরুল ইসলাম অকিব, নাজমা হোসেন, রাবেয়া জামান, সালমা বেগম লাকি, ইয়াসমিন মাহমুদ পলিন, এম এ বাছিত, জাকির আক্তারুজ্জামান, সারোয়ার কবির প্রমুখ৷
১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে সংগঠনটি প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে অসাম্প্রদায়িক রূপ লাভ করে আওয়ামী লীগ নামে আত্মপ্রকাশ করে।