ফেঞ্চুগঞ্জ: শ্রমিকনেতা আফজাল সড়ক দুর্ঘটনায় নিহত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৩, ৫:৫৬:২৫ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা: সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট ২১৫৯ এর অন্তর্ভুক্ত ফেঞ্চুগঞ্জ উপজেলা উপকমিটির দুই বারের সফল নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন গতকাল ১২ জুন সোমবার রাত অনুমানিক ১২টার সময় কুমিল্লায় চৌদ্দগ্রাম নামক এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
জানা যায়, ট্রাকচালক শ্রমিকনেতা আফজাল হোসেন তখন রাস্তার পাশে দাঁড় করা ট্রাকের চাকা মেরামত করছিলেন। তখন বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা কাভার্ডভ্যান আঘাত করলে চাকার তলে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আফজাল হোসেন।
আজ সকালে ফেঞ্চুগঞ্জ থেকে স্বজনেরা গিয়ে তার মৃতদেহ নিয়ে আসেন। সৎ বন্ধুসুলভ ভাল মানুষ হিসেবে পরিচিত আফজাল হোসেনের মৃত্যুতে তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



