বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার ২৫তম বৃত্তি প্রদান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৩, ২:২৫:৩৪ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার ৩১তম প্রতিষ্ঠাতা বার্ষিকী ও ২৫তম বৃত্তি প্রদান অনুষ্ঠান শনিবার (১০ জুন) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স কলেজের সাবেক অধ্যক্ষ, শিক্ষাবিদ ও কবি কালাম আজাদ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডীন (কলা অনুষদ) ও ছাত্র সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন।
সংস্থার সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং সহ সভাপতি আজাদুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক আহসান মাহমুদ শিপনের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি মোহাম্মদ মোহাব্বত শেখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আবির হুসেন, হামদে বারী পরিবেশন করেন রাসেল আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাবেক সভাপতি শফিক আহমদ পিয়ার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ছাত্র সংস্থার সাবেক সভাপতি প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, দক্ষিন সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নু’মান আহমদ, হলিয়ারপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, দেওকলস মাইজগ্রাম দাখিল মাদ্রাসার সুপার ও সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা লুৎফুর রহমান, আলহাজ্ব লজ্জতুননেছা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আবুল বশর মো. ফারুক, বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা লুৎফুর রহমান, শেখ ফজিলাতুননেছা ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী, দশপাইকা আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা হেলাল আহমদ, ভুরকি হাবীবীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও সংস্থার সাবেক সভাপতি মাষ্টার আলতাফ হোসেন, সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সংস্থার সাবেক সভাপতি মাষ্টার আলতাফুর রহমান ও সংস্থার সাবেক সভাপতি আজিজুর রহমান।
অনুষ্ঠানে ২০১৯ সালে উপজেলার ১৩৪টি প্রতিষ্ঠান (মাদ্রাসা, স্কুল ও একাডেমী) থেকে ৪র্থ ও ৬ষ্ট শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ৮৮৬ জন শিক্ষার্থীর মধ্যে ১৫২ জনকে (১ম গ্রেডে ৬ জন, ২য় গ্রেডে ১২ জন, ৩য় গ্রেডে ৩৩ জন ও বিশেষ গ্রেডে ১০১ জন) বৃত্তি ও সনদ প্রদান করা হয়।



